ঢাকা: রাজধানীর পান্থপথে চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে পান্থপথের গ্রিনরোডের ১৫২/১ আবাসিক ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টা চেষ্টার পর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে আহত ২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫
** রাজধানীর পান্থপথে আবাসিক ভবনে আগুন