ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

পটুয়াখালী: জেলা শহরের নবাবপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাফ্ফর মল্লিক নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।



পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্টের সংবাদ পেয়ে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের নবাবপাড়া এলাকার হাশেম মুন্সির ছয়তলা ভবনের সংস্কার কাজ করার সময় তৃতীয় তলায় বিদ্যুতের মেইন তারে জড়িয়ে মারা যান মোজাফ্ফর।

মোজাফ্ফর মল্লিক দুমকী উপজেলার মুরাদিয়া এলাকার আদম মল্লিকের ছেলে। এ ব্যপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।