ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মোখলেছ হত্যার ঘটনায় আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
নারায়ণগঞ্জে মোখলেছ হত্যার ঘটনায় আটক ২ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: জেলার সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা শেখ মোহাম্মদ মোখলেছুর রহমান (৩৫) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দেলোয়ার ও জাকির নামের দুই যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে মাসদাইর বেকারি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।



ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ জানান, আটক দেলোয়ার ও জাকির মোখলেছ হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এজন্য তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিখোঁজের পাঁচ দিন পর গত ২৪ জানুয়ারি মোখলেছুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় জামান ও জসিম নামের দুই যুবককে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রোজিনা আক্তার।

ঘটনার পর থেকে জামান ও জসিম পলাতক রয়েছেন। পুলিশ সালেহা নামের এক নারীকে গ্রেফতার করে একদিনের পুলিশি রিমান্ডে নিলেও সে অসুস্থ হয়ে পড়ায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।