মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে জসিম উদ্দিন(১৯)নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কালারাবিল এলাকায় এ ঘটনা ঘটে।
জসিম উদ্দিন কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার গ্রামের ইয়াসিন আহমদের ছেলে।
ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ওয়াহিদ মিয়া বাংলানিউজকে জানান, জসিম উদ্দিনের সঙ্গে একই এলাকার সাব্বির আহমদের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে জসিম ননিয়ারপাড় বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে আহত করে।
পরে স্থানীয়রা জসিমকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫