রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নাশকতার আশঙ্কায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিংলাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার মর্তুজাবাদ এলাকার ইয়ানুছ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৮), পাঁচাইখা এলাকার জজ মিয়ার ছেলে মিরাজ মিয়া (২৪), বলাইখা এলাকার সোহরাব হোসেনের ছেলে ফারুক মিয়া (২৬) ও কিশোরগঞ্জ সদরের সাহেদ আলীর ছেলে শামীম হোসেন (২২)।
সকালে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, আটক চারজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫