ঢাকা: আন্দোলনের নামে সহিংসতার পথ পরিহার করে অহিংস উপায়ে আন্দোলন করার জন্য বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা কাস্টমস এজেন্সি এমপ্লইজ ইউনিয়ন নেতারা।
পেট্রোল বোমা হামলা করে একের পর এক সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে করা এক মানববন্ধনে তারা এ আহ্বান জানান।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে বিমান বন্দরের সামনে করা এ মানববন্ধনে এমপ্লইজ ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আসাদুল হোসেন টুকু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তপাদার, অর্থ সম্পাদক নারায়ণ চন্দ্র দত্ত, কার্যকরী কমিটির সদস্য ইব্রাহিম খলিল, ইকরাম মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, যারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও ও পেট্রোল বোমা হামলা করে দেশের নিরীহ মানুষদের হত্যা করছে, তারা দেশ ও জনগণের শত্রু। যেখানেই এমন নাশকতার চেষ্টা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আন্দোলনকারীদের প্রতি সহিংসতার পথ পরিহার করে অহিংস আন্দোলন করার আহ্বান জানান সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫