ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ছাতকে সংর্ঘষের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
ছাতকে সংর্ঘষের ঘটনায় মামলা

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার গৌবিন্দগঞ্জ পয়েন্টে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতা ফয়সল আহমদ সুমনসহ ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত গভীররাতে ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) অমৃত কুমার দেব মামলাটি দায়ের করেন।



মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করা হয়।

ছাতক থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে গৌবিন্দগঞ্জ এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের হয়। একই সময় ছাতক উপজেলা ও গৌবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা হরতালবিরোধী মিছিল বের করে।

একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ অন্তত ২০ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে কম পক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।