আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে নাশকতার চেষ্টাকালে শাকিল আহম্মেদ (১৩) নামে এক কিশোরকে আটক করেছে আনসার সদস্যরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে আটক করে বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
আটক শাকিল একই উপজেলার কাইয়ুমপুর গ্রামের শামীম আহম্মের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে নয়নপুর এলাকায় রেললাইনের তিনটি ক্লিপ খুলে পালিয়ে যাচ্ছিল শাকিল। এসময় সেখানে দায়িত্বরত আনসার সদস্য মুনসুর তাকে আটক করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শাকিল নাশকতা চালানোর কথা স্বীকার করে।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫