ঢাকা: রাজধানীর ভাষানটেক থানার শিল্পীরটেক বালুর মাঠে গুলিবিদ্ধ এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে লাশটি উদ্ধার করে ভাষানটেক থানা পুলিশ।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, কে বা কারা গুলি করে অজ্ঞাত এক যুবককে হত্যা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট, চেকশার্ট ও জ্যাকেট।
ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময় : ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫