ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আর নেই সাহাব উদ্দিন মজুমদার

ফেনী: ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক মুহুরী পত্রিকার নির্বাহী সম্পাদক সাহাব উদ্দিন মজুমদার আর নেই।

মঙ্গলবার দিনগত ( ৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর বছর।

সাহাব উদ্দিন মজুমদার ফেনী শহরের রামপুরার মজুমদার বাড়ির মুক্তিযোদ্ধা শামসুল হক মজুমদারের ছেলে। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাহাব উদ্দিন মজুমদার সাপ্তাহিক হকার্স স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক অগ্রযাত্রার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

বুধবার বাদ যোহর মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি  ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।