সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার থেকে মোটরসাইকেল, ফেনসিডিল ও মদসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-সাতক্ষীরার তালা উপজেলার মাসিয়ারা গ্রামের কাশেম আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (২২) ও একই উপজেলার কানাইদিয়া গ্রামের আজিয়ার রহমানের ছেলে শেখ সাদ্দাম হোসেন (২৫)।
সাতক্ষীরার নীলডুমুর-৩৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিজিবির একটি দল পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৮ বোতল ফেনসিডিল ও এক বোতল মদ পাওয়ায় এর দুই আরোহীকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫