ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দেবহাটায় মাদকসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
দেবহাটায় মাদকসহ ২ যুবক আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার থেকে মোটরসাইকেল, ফেনসিডিল ও মদসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-সাতক্ষীরার তালা উপজেলার মাসিয়ারা গ্রামের কাশেম আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (২২) ও একই উপজেলার কানাইদিয়া গ্রামের আজিয়ার রহমানের ছেলে শেখ সাদ্দাম হোসেন (২৫)।

সাতক্ষীরার নীলডুমুর-৩৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিজিবির একটি দল পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৮ বোতল ফেনসিডিল ও এক বোতল মদ পাওয়ায় এর দুই আরোহীকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।