ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামে পরেশ কুমার দাস (৪০) নামে এক পানচাষিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়।
পরেশ কুমার একই গ্রামের মৃত নির্মল কুমারের ছেলে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, সকালে দুলাল মুন্দিয়া গ্রামে মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ঘটনাস্থলে প্রচুর পান ছড়িয়ে ছিটিয়ে ছিল। ধারণা করা হচ্ছে, পান চুরি করতে দেখে ফেলায় দুর্বৃত্তরা পরেশ কুমারকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে বলেও জানান এসআই মনির।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫