ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার পশ্চিম ভারুয়াখালী এলাকা থেকে দেশি বন্দুক, দু’টি কার্তুজ ও ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন খোকন ( ৩৩ ) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ( ডিবি ) সদস্যরা।

গ্রেফতারকৃত জসিম একই এলাকার ওহিদুল হকের ছেলে।



বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জসিমের বিরুদ্ধে কক্সবাজার সদর ও রামু থানায় ডাকাতি,  চাঁদাবাজি,  অপহরণ, মুক্তিপণ দাবি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সসবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন বাংলানিউজকে জানান, জসিমের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।