ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হলেন ভূঁইয়া সফিকুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হলেন ভূঁইয়া সফিকুল

ঢাকা: পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৪ ফেব্রুয়ারি’২০১৫) জনপ্রশাসন মন্ত্রণালেয়ের এক আদেশে তাকে বদলি করা হয়।



গত ২৯ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে(পিআরএল) গেছেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব শেখ আলতাফ আলী। সফিকুল ইসলাম তার স্থলাভিষিক্ত হলেন।

১৯৮২’র নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সফিকুলের বাড়ি বাগেরহাট জেলায়।

এর আগে তিনি শিল্পকলা একাডেমি ও পাট অধিদপ্তরের মহাপরিচালক এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

ভূঁইয়া সফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আদেশের কপি হাতে পেলেই তিনি যোগদান করবেন। ভূঁইয়া সফিউল ইসলাম ২০১৭ সালের জানুয়ারিতে পিআরএলে যাবেন বলে জানান।

একইদিন পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম দিলরুবাকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওএসডি) করা হয়। তবে বুধবার বিকেল ৩টা পর্যন্ত তাকে পদায়ন করা হয়নি।

এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মুস্তাক হাসান মো. ইফতেখারকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।

এছাড়া পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মোহাম্মদ শফিকুল আজমকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫/আপডেটেড- ১৫১০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।