ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ককটেল হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
মুন্সীগঞ্জে ককটেল হামলা ফাইল ফটো

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে ও শহরের উপকণ্ঠ মুক্তারপুরে থেমে থেমে ককটেল হামলা চালিয়েছে হরতালকারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্য রাত থেকে বুধবার বেলা ১১টা পর্যন্ত আট/১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের শব্দে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বুধবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের দর্পনা সিনেমা হল সংলগ্ন প্রধান সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া মুক্তারপুর এলাকায় দু’টি পটকা ফাটানো হয়।

এর আগে মঙ্গলবার মধ্য রাতেও শহরের দর্পনা সিনেমা হল সংলগ্ন প্রধান সড়কে চার/পাঁচটি পটকার বিস্ফোরণ ঘটানো হয়।

এদিকে, শহরের বাজার এলাকা ও নয়াগাওঁ এলাকায়ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিএনপি কর্মীরা চোরাগোপ্তা হামলা চালিয়ে ককটেল ও পটকার বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ফকির জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।