নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার জলছত্র এলাকায় যাত্রীবাহী ভটভটির চাপায় জাহানারা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মান্দা থানার পরিদর্শক (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে নওহাটা বাজার থেকে জাহানারা হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় জলছত্র এলাকায় যাত্রীবাহী একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করছে। ভটভটিটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫