বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ছইলাবুনিয়া গ্রাম থেকে একটি হরিণের চামড়াসহ শাহবাজ খান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীররাতে তাকে আটক করা হয়।
বুধবার দুপুরে উদ্ধারকৃত হরিণের চামড়াটি বনবিভাগের কাছে হস্তান্তর করে পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাতে ছইলাবুনিয়া গ্রামে শাহবাজের বাড়িতে অভিযান চালায়। এসময় হরিণের চামড়াসহ শাহবাজকে আটক করা হয়।
তবে শাহবাজ খানের অভিযোগ, কেউ তাকে হয়রানি করতে তার রান্না ঘরে হরিণের চামড়া রেখে পুলিশে খবর দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫