ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে ছাত্রী উত্ত্যক্তকারী যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
কাশিয়ানীতে ছাত্রী উত্ত্যক্তকারী যুবকের কারাদণ্ড ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে হাবিবুর রহমান সিকদার (২৮) নামে এক বখাটে যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুনিরুজ্জামান এ আদেশ দেন।



হাবিবুর রহমানের বাড়ি যশোরের বাঘারপাড়ার বনগ্রামের মোসলেম সিকদারের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জান‍ান, কাশিয়ানীর মাজড়া গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে যশোরের বাঘারপাড়ার হাবিবুর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
 
এক সপ্তাহ আগে হাবিবুর ওই এলাকায় আসে এবং তাকে (শিক্ষার্থী) রাস্তায় ও বাড়িতে গিয়ে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতে থাকে। এ বিষয়ে মেয়ের বাবা মঙ্গলবার বিকেলে থানায় অভিযোগ করেন। সকালে পুলিশ ওই এলাকা থেকে যুবককে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৫০৪, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।