গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া চর কর্ণেশনা থেকে ইমরান প্রামাণিক (২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।
ইমরান উত্তর দৌলতদিয়া হোসেন মণ্ডলপাড়ার মজিবর প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা দৌলতদিয়া চর কর্ণেশনা এলাকায় মাটিতে অর্ধেক পুঁতে রাখা একটি মৃতদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
নিহত যুবকের ভাই ফিরোজ প্রামাণিক জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে মোবাইল ফোনে অজ্ঞাত কল পেয়ে ইমরান বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফেরেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হচ্ছিল। এ অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেল।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাসির উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত ইমরান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক খুন, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫