ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে গণহিস্টিরিয়ায় দু’দিনে আক্রান্ত ৪৫ শ্রমিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
না’গঞ্জে গণহিস্টিরিয়ায় দু’দিনে আক্রান্ত ৪৫ শ্রমিক

নারায়ণগঞ্জ: শহরের খানপুর এলাকায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের গার্মেন্টসে গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছেন আরও ২০ শ্রমিক। এদের মধ্যে ১৬ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এ নিয়ে দু’দিনে এ গার্মেন্টসে গণহিস্টিরিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) নতুন করে অসুস্থ হওয়া ১৬ রোগীকে শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গণহিস্টিরিয়ায় দু’দিনে ৪৫ শ্রমিক অসুস্থ হলেও গার্মেন্ট কারাখানার কোনো সুপারভাইজার বা ম্যানেজার চিকিৎসার খোঁজ নিতে না আসায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভেতরে ‘কুমুদিনী অ্যাপারেলসের নতুন ক্যান্টিনে খাবার খাওয়ার পরেই শ্রমিকরা ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়েন।

পরে অসুস্থ শ্রমিকদের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। অসুস্থ শ্রমিকদের মধ্যে জিয়াসমিন (১৬), মাকসুদা (১৫), রুপালি (১৬), কহিনুর (১৬), রূপালী (১৮), সীমা (২০) শান্তা (২৬), লিজা (১৮), শায়লা (১৯), তানিয়া (১৬), স্মৃতি (১৫), শীলা (২০), খোকন (২২), লিজা (১৫), মরজিনা (২২), সারেজা বেগমকে (২৫) ভর্তি করা হয়েছে। বাকিদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

তানিয়া নামে এক শ্রমিক জানান, তেঁতুল গাছের নিচে নতুন একটি ক্যান্টিন করা হয়েছে। সেখান থেকে খাবার খেয়ে ফেরার পথে সবাই অসুস্থ হয়ে পড়েন।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সীমা জানান, এটা মূলত গণহিস্টিরিয়া রোগ। অনেকে ভয়ে বিভিন্ন রকমের কথা বার্তা বললেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অসুস্থদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল (মঙ্গলবার ) একই গার্মেন্টসের ২৫ শ্রমিক অক্রান্ত হন গণহিস্টিরিয়া রোগে। তাদের মধ্যে সাত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।