ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের আর্টগ্যালারি পাড়ায় রুবা (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় টয়লেটের ট্যাংকি থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে প্রায় সময় আলম তার দ্বিতীয় স্ত্রী রুবাকে মারধর করতো। গত তিনদিন আগে পৌরশহরের হঠাৎপাড়ার শ্বশুর বাড়িতে রুবাকে আনে আলম। এরপর থেকে রুবাকে পাওয়া যাচ্ছিলনা।
বুধবার সকালে স্থানীয়রা ওই বাড়ির পাশে রক্তদেখে পুলিশে খবর দেয়। পুলিশ রক্ত শনাক্তের সূত্র ধরে টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার করে।
এদিকে রুবির স্বামী আলম মঙ্গলবার বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যায়।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫