ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বোমায় দগ্ধ তিন বছরের শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
বোমায় দগ্ধ তিন বছরের শিশু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকায় মিছিল থেকে বোমা বিস্ফোরণে তিন বছরের শিশু জুই মনি দগ্ধ হয়েছে।

শিশুটি বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার হরেশপুর গ্রামের কৃষক জজমিয়া ও হাফিয়া আক্তারের মেয়ে।



বুধবার (৪ ফেব্রুয়ারি) দগ্ধ শিশুর দাদি হেলেনা বেগম জানান, গত ২ ফেব্রুয়ারি হরেশপুরের বাড়ি থেকে জুই মনিকে নিয়ে তিনি একই থানার টিও রোডের তার আরেক ছেলের বাসায় যান। ওইদিন সন্ধ্যায় বাসার সামনে জুই মনি খেলছিল। ওই সময় সেখানে একটি মিছিল থেকে বোমা বিস্ফোরণে শিশুটি দগ্ধ হয়।

পরে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।

ঢামেক বার্ন ইউনিটের প্রফেসর ডা. সাজ্জাদ খন্দকার বাংলানিউজকে জানান, আগুনে শিশুটির ৬ শতাংশ পুড়ে গেছে। সহিংসতায় দগ্ধ আহতদের নামের তালিকায় জুই মনির নাম রয়েছে।

বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।