ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে জামায়াত নেতাসহ আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
শেরপুরে জামায়াত নেতাসহ আটক ২ ছবি: প্রতীকী

 শেরপুর (বগুড়া):বগুড়ার শেরপুরে নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রেজাউল করিম বাবলু (৬২) ও কোরবান আলীকে (৪০) আটক করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান আর.কে.বি ইটখোলা থেকে জামায়াত নেতা রেজাউল করিম বাবলুকে আটক করা হয়।

তিনি শেরপুর পৌর শহরের বাগানবাড়ী এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে।

অপরদিকে, ভোরে একই ইউনিয়নের আম্বইল গ্রাম থেকে মৃত দেলবরের ছেলে জামায়াত কর্মী কোরবান আলীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।