ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে দুধ ব্যবসায়ীর অর্থদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
সারিয়াকান্দিতে দুধ ব্যবসায়ীর অর্থদণ্ড

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দুধের ঘনত্ব বৃদ্ধির জন্য মেডিসিন মেশানের দায়ে স্বপন কুমার ঘোষ নামে এক দুধ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

স্বপন কুমার ঘোষ সারিয়াকান্দি পৌর এলাকার সাহাপাড়ার মৃত তালেবেশ্বর ঘোষের ছেলে।



বুধবার (৪ ফেব্রয়ারি) দুপুর ১টায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল মাহমুদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক এই জরিমানা করেন।

সারিয়াকান্দি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এসএম শহিদুল ইসলাম রন্টু বাংলানিউজকে জানান, দুধের ঘনত্ব বৃদ্ধির জন্য সারিয়াকান্দি বাজারের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন রাস্তায় মেডিসিন মেশানোর সময় হাতেনাতে ছয় মণ দুধসহ তাকে আটক করে থানা পুলিশ।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই দুধ ড্রেনে ফেলে দেন ও তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মো. কায়েম উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।