ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাট বাইপাস সড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
জয়পুরহাট বাইপাস সড়কে যান চলাচল স্বাভাবিক

জয়পুরহাট: মেরামত কাজ সম্পন্ন হওয়ায় প্রায় ১২ ঘণ্টা পর জয়পুরহাট-বগুড়া-ক্ষেতলাল উপজেলার বাইপাস সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।  
 
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বুলবুল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
এর আগে, মঙ্গলবার রাতের কোনো এক সময় জয়পুরহাটের পাকারমাথা-বটতলীর মধ্যবর্তী  স্থানে চক দাদড়া ফকিরপাড়ায় বেইলী ব্রিজের পাটাতন খুলে পানিতে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই রাস্তা দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।  
 
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বাংলানিউজকে জানান, এ ঘটনায় ওই এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করলেও বিকেল ৩টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।   
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

** জয়পুরহাটে বেইলি ব্রিজের পাটাতন খুলে ফেলেছে দুর্বৃত্তরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।