ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে আগুনে পুড়লো ৩ শতাধিক কবুতর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
না.গঞ্জে আগুনে পুড়লো ৩ শতাধিক কবুতর ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে আগুনে পুড়ে গেছে ৩ শতাধিক কবুতর।

বুধবার বিকেল ৩ টার দিকে মাসদাইর কবরস্থান সংলগ্ন এলাকায় শোভন গার্মেন্টের পাশে এ ঘটনা ঘটে।

লোহার এঙ্গেল ঝালাই করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কবুতরগুলোর মালিক বিকেএমইএ’র প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হকের ছোট ভাই মিনার গার্মেন্টের এমডি আসাদুল হক। তিনি জানান, উপরের চালের লোহার এঙ্গেল ঝালাই করার সময়ে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে যায়। পরে তা ছড়িয়ে পড়ে। কবুতরের ফার্মে ৫-৬ শ’ কবুতর ছিল। তার মধ্যে অর্ধেকের বেশি পুড়ে গেছে। তিনি আরো জানান, কবুতরগুলোর মধ্যে বেশ কিছু জোড়ার দাম ছিল ৬-১০ হাজার টাকা। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এএসআই (সহকারী উপ পরিদর্শক) বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময় : ১৭৫৭ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।