নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে আগুনে পুড়ে গেছে ৩ শতাধিক কবুতর।
বুধবার বিকেল ৩ টার দিকে মাসদাইর কবরস্থান সংলগ্ন এলাকায় শোভন গার্মেন্টের পাশে এ ঘটনা ঘটে।
কবুতরগুলোর মালিক বিকেএমইএ’র প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হকের ছোট ভাই মিনার গার্মেন্টের এমডি আসাদুল হক। তিনি জানান, উপরের চালের লোহার এঙ্গেল ঝালাই করার সময়ে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে যায়। পরে তা ছড়িয়ে পড়ে। কবুতরের ফার্মে ৫-৬ শ’ কবুতর ছিল। তার মধ্যে অর্ধেকের বেশি পুড়ে গেছে। তিনি আরো জানান, কবুতরগুলোর মধ্যে বেশ কিছু জোড়ার দাম ছিল ৬-১০ হাজার টাকা। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এএসআই (সহকারী উপ পরিদর্শক) বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময় : ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫