ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জে বাল্যবিবাহবিরোধী মাসব্যাপী কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
পীরগঞ্জে বাল্যবিবাহবিরোধী মাসব্যাপী কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: বাল্যবিবাহ রোধে সচেনতা সৃষ্টিতে রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৫টি ইউনিয়নে মাসব্যাপী বাল্যবিবাহবিরোধী গণস্বাক্ষর, স্কুলভিত্তিক চিত্রাঙ্কণ, প্রচার ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন করা হবে।



বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম।

আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবা আকতার মিথি, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন আকন্দ, প্রেসক্লাব সভাপতি সরওয়ার জাহান, এডিপি ম্যানেজার ফ্রান্সিস পি নাথ, জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সাগর ডি কস্তা, শিশু উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক চিত্ত রঞ্জন বালা, প্রকল্প অফিসার নমিতা সরকার, এ্যাসোড ম্যানেজার আব্দের রহমান, আর্দশ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠানে কুমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আব্দুস সালেক তার ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন।

এছাড়া, অনুষ্ঠানে চতরা ইউনিয়নের কাটাদুয়ার গ্রামের নারুলী আক্তার তার জীবনে বাল্যবিবাহের বাস্তব প্রভাব তুলে ধরে স্মৃতিচারণ করেন। তিনি জানান, শৈশবে বিয়ের পর মা হতে গিয়ে পরপর তিনটি সন্তানের মৃত্যু দেখেছেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন। তিনটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় ৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এ কর্মসূচি ৪ মার্চ পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।