ঢাকা: ২০ দলের জোটের ডাকা হরতালে রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ধ্যা ৬টা থেকে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা।
তিনি জানান, হরতাল কেন্দ্র করে রাজধানীতে চলমান নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর পাশাপাশি পুরো রাজধানী জুড়ে নিরাপত্তা টহল দেবে বলে জানান মোহসীন রেজা।
মোতায়েন করা ২০ প্লাটুন বিজিবি বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫