রাজশাহী: বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা টানা অবরোধ-হরতালের মধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ পাহারায় রাজশাহী ছেড়ে গেছে বিভিন্ন দূরপাল্লার বাস।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ব্যাপক নিরাপত্তা বেষ্টিত হয়ে বাস ও মালবাহী ট্রাকের একটি বহর ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যায়।
এখন থেকে অবরোধে-হরতালেও যাতে রাজশাহী-ঢাকা রুটে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে, সেজন্য পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রিসভার সদস্যরা।
ওই বৈঠকে বিশেষ পাহারায় রাজশাহী থেকে যানবাহন চলাচলে ঐক্যমতে পৌঁছান পুলিশ প্রশাসন ও বাস মালিকরা। এর পরিপ্রেক্ষিতেই বুধবার গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর পাহরায় যানাহন চলাচল করছে। সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করা হয়।
‘সরকারের ক্ষতিপূরণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদারের আশ্বাস দিলে বাস-ট্রাক চালাতে সম্মত হন পরিবহন মালিকরা। ’—বলেন তিনি।
এখন থেকে দৈনিক দুই দফায় যানবাহন ছেড়ে যাবে জানিয়ে আরএমপির এই মুখপাত্র বলেন, যানবাহনের আগে ও পেছনে পুলিশ, র্যাব ও বিজিবির টহল থাকবে।
অবরোধকালে এভাবেই যানবাহন চলবে বলে জানান তিনি।
এর আগে হরতালের সময় রাজশাহী থেকে বিশেষ পাহারায় ছাড়া হতো দূরপাল্লার বাস। পরে বেশ কিছুদিন বন্ধ ছিল।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫