ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৪ জেলা জজ বদলি, যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি ১৪

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
৪ জেলা জজ বদলি, যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি ১৪

ঢাকা: জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি করেছে আইন মন্ত্রণালয়। এছাড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের ১৪জন কর্মকর্তাকে।



সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়।
 
মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ. ম. মো. সাঈদকে বগুড়ার জেলা ও দায়রা জজ, শেরপুরের জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসানকে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ, ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. মোজাম্মেল হককে শেরপুরের জেলা ও দায়রা জজ এবং সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. শাহেনুরকে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
 
এছাড়া, মন্ত্রণালয়ের অপর এক বিজ্ঞপ্তিতে যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের ১৪ জন কর্মকর্তাকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস মোতাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়। একইসঙ্গে পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাদের নতুন কর্মস্থলে নিয়োগ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।