ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আর্জেন্টাইন ও লাও রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আর্জেন্টাইন ও  লাও রাষ্ট্রদূতের সাক্ষাৎ ছবি: সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনা ও লাওসের অনাবাসী (দিল্লিতে অবস্থানরত) রাষ্ট্রদূতদ্বয় সাক্ষাৎ করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্জেন্টাইন রাষ্ট্রদূত রাউল ইগনাসিও গোয়াস্তাভিনিওয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়াদি, কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা রহিতকরণ সংক্রান্ত চুক্তি, উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফর এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্কে আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত জানান, আর্জেন্টিনা ও বাংলাদেশ দ্বিপাক্ষিক বিষয়াবলী ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে যেমন জি-৭৭, জাতিসংঘ, চীনের সঙ্গে এবং অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে কৃষি উৎপাদন ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে তার দেশ কাজ করতে আগ্রহী। বাংলাদেশের পাশাপাশি আর্জেন্টিনাও বর্তমান মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় এখানে দু‘দেশের একসঙ্গে কাজ করার ব্যপক সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন রাউল ইগনাসিও।

তিনি বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক গতিশীল এবং সম্ভাবনাময় বলে উল্লেখ করেন।

মাহমুদ আলী আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বিভিন্ন রফতানি দ্রব্য যেমন ওষুধ, তৈরি পোশাক, আসবাবপত্র, পাটজাত পণ্য, সমুদ্রগামী জাহাজ প্রভৃতি সম্পর্কে অবহিত করেন।

পৃথক সময়ে আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে লাওসের অনাবাসী (দিল্লিতে অবস্থানরত) রাষ্ট্রদূত সুথাম সাকোনিয়ম সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী সুথামের কাছে তার দেশের চিকিৎসা ও প্রকৌশল শাস্ত্র অধ্যয়নে আগ্রহী ও অন্যান্য শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনসহ অন্যান্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তির প্রস্তাব করেন।

এছাড়া, বাংলাদেশে সামরিক ও পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে এবং ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কর্মকর্তারা প্রশিক্ষণ নিতে আসেন সুথামকে জানান মাহমুদ আলী।

আর রাষ্ট্রদূত লাওস ও বাংলাদেশের মধ্যকার কূটনেতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি ও জোরদারকরণের লক্ষ্যে দু’দেশের মধ্যে আলোচনার আহ্বান জানান। তিনি পর্যটন শিল্পের বিকাশ ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে উভয় দেশের নাগরিকদের জন্য ভিসা রহিতকরণেরও প্রস্তাব দেন।

পরবর্তী সময়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টে লাওসের জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে বলেও পররাষ্ট্রমন্ত্রীকে জানান রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।