ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শনিবার ১০ মিনিট স্তব্ধ হবে টাঙ্গাইল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
শনিবার ১০ মিনিট স্তব্ধ হবে টাঙ্গাইল

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে রাখার দাবিতে ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টা থেকে পুরো জেলায় ১০মিনিট ‘স্তব্ধ কর্মসূচি’ পালন করা হবে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে রাখার দাবিতে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



এসময় উপস্থিত ছিলেন, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম সম্পাদক মির্জা রনি আহমেদ রিংকু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সহ সভাপতি হারুন-অর-রশীদ, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, সাবেক পিপি অ্যাডভোকেট এস আকবর খান, টাঙ্গাইল বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিঠন, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান প্রমুখ।

টাঙ্গাইল স্তব্ধ কর্মসূচির প্রতি ইতোমধ্যেই সব রাজনৈতিক দল, টাঙ্গাইল প্রেসক্লাব, অ্যাডভোকেট বার সমিতি, টাঙ্গাইলের ৬৩টি ব্যবসায়ী সংগঠন, চেম্বার অব কমার্স, বাস-কোচ-মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি, সিএনজি শ্রমিক সমিতি, টাঙ্গাইল জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন, অটো মালিক শ্রমিক ঐক্য পরিষদসহ টাঙ্গাইলের সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে।

এছাড়া টাঙ্গাইল ঢাকা বিভাগে রাখার দাবিতে স্মারকলিপি, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।