ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুমা দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে বিএনপিসহ ২০ দলীয় জোটের সকল নেতাকর্মী, সমর্থক এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে শরিক হয়ে প্রযাত কোকোর রুহের মাগফিরাত কামনার জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এছাড়া, একই দিনে সুবিধা মতো সময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য সকল ধর্মাবলম্বীদের উপাসনালয় সমূহে স্ব-স্ব ধর্মীয় রীতি অনুযায়ী মরহুমের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫