সাভার (ঢাকা): বস্তাবন্দি অবস্থায় সাভারে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর ব্রিজের নিচে তুরাগ নদী থেকে অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় বিকেলে আমিনবাজারের সালেহপুর ব্রিজের তুরাগ নদীত থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয়ে এক যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানায় ফোন করে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এসময় যুবকের পরনে ছিলো সাদা শার্ট আর ফুল প্যান্ট।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে বলেন, অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবরেক তার পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫