জয়পুরহাট: বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে নাশকতা প্রতিরোধে এবং নির্বিঘ্নে যান চলাচল স্বাভাবিক রাখতে জয়পুরহাটে ‘যুব ব্রিগেড কমিটি’ গঠন করা হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১০১ সদস্য বিশিষ্ট যুব ব্রিগেড কমিটির ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটু।
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় বাংলাদেশে এ প্রথম কোনো জেলায় যানবাহনে নাশকতা প্রতিরোধে ‘যুব ব্রিগেড কমিটি’ গঠন করা হয়েছে বলে সদর থানা যুবলীগ আয়োজিত এক সভায় নেতারা জানান।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা বাংলানিউজকে জানান, বিএনপি ও জামায়াত-শিবিরের তাণ্ডব লীলায় হরতাল-অবরোধ চলাকালীন সময়ে জয়পুরহাটে গত কয়েক দিনে ৩০টির মতো যানবাহন পেট্রল বোমায় ভস্মিভুত হয়েছে। সেই সঙ্গে রেললাইন ও সড়কপথে কয়েক দফায় নাশকতা চালিয়েছে হরতাল-অবরোধকারীরা।
কমিটি গঠনের পর নেতাকর্মীরা বাংলানিউজকে জানান, জয়পুরহাটের পুরানাপৈল, হালট্রি, কুঠিবাড়ি ব্রিজ, দূর্গাদহ বাজার, খেঁজুরতলী, হিচমী ও পল্লী বিদ্যুৎ এলাকাসহ বেশ কয়েকটি অধিক ঝুঁকিপূর্ণ স্থানে গাড়ি পারাপারের সময় যুব ব্রিগেড সদস্যরা নাশকতা প্রতিরোধে প্রস্তুত থাকবে।
নাশকতা প্রতিরোধে বুধবার রাত ৮টা থেকেই জেলা যুব ব্রিগেডের সদস্যরা কার্যক্রম পরিচালনা করার ঘোষণা দিয়েছেন।
সন্ধ্যায় যুব ব্রিগেড গঠন উপলক্ষে সদর থানা যুবলীগ আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন থানা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার ঠাকুর।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মোল্লা সামছুল আলম, জেলা যুবলীগের সভাপতি নাফিজ আল-তামিজ চৌধুরী উজ্জল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছরোয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতারা।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক বাংলানিউজকে বলেন, জেলা যুব ব্রিগেড কমিটি গঠনের ব্যাপারে তার জানা নেই। পরবর্তীতে খোঁজ নিয়ে জানাতে পারবেন বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫