কুড়িগ্রাম: বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ-হরতালে পেট্রোল বোমা দিয়ে মানুষ মারার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ত্রিমোহনী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে পৌর বাজার গোল চত্বরে সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান, কৃষকলীগ নেতা চাষী আব্দুল করিম, যুবলীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বিরোধী জোটের সন্ত্রাস, নৈরাজ্য, এসএসসি পরীক্ষার সময় লাগাতার হরতালের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ানোর আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫