ময়মনসিংহ: যারা মানুষ পুড়িয়ে মারছে তারা নিজেরা মানুষ নয়, মানুষবেশে ‘শয়তান’ বলে মন্তব্য করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নূরুজ্জামান।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাইতুল তৌহীদ জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিআইজি নূরুজ্জামান বলেন, বর্তমানে যারা মানুষ পুড়িয়ে মারছে তারা ১৯৭১ সালের মতো এবং কারবালার মতো মানুষের ওপর নির্যাতন করে হত্যা করছে।
প্রায় ৩৫ বছর আগে বাইতুল তৌহীদ জামে মসজিদটি নির্মাণ করেন ডিআইজির দাদা শ্বশুর মরহুম আইন উদ্দিন ভূইয়া। মসজিদটির সংস্কার কাজের জন্য আল সৌদিয়া সংস্থার পক্ষ থেকে ৯০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- আল সৌদিয়া সংস্থার বাংলাদেশ শাখার স্টেশন ম্যানেজার মোহাম্মদ হানিয়ে আলজুলহাম, ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) মইনূল হক, ডিআইজির শ্বশুর বসরত ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫