ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতা বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
সহিংসতা বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান

জাতীয় সংসদ ভবন থেকে: অবরোধ-হরতালের নামে সহিংসতা-নাশকতা বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মেজর (অব.) রফিক বীরউত্তম।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।


 
রফিক বলেন, সহিংসতা দমনে সরকারকে কঠোর হওয়ার কোনো বিকল্প নেই। জনগণ সরকারের সঙ্গে আছে। সেই জনগণই সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত যে নাশকতা অপকর্ম করছে তাদের শাস্তি দিতে হবে।
 
আলোচনায় অংশ নিয়ে নুরুল ইসলাম সুজন বলেন, বিএনপি-জামায়াত সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নাশকতাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ ট্রাইব্যুনাল করার দাবি করেন। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করারও দাবি করেন তিনি।
 
তিনি আরও বলেন, বিভিন্ন মহল থেকে দাবি উঠছে যারা বোমা মারছে, পেট্রোল নিক্ষেপ করছে তাদের ক্রস ফায়ারে দেওয়া হোক।
 
বিএনপিপন্থি আইনজীবীদের সমালোচনা করে নুরুল ইসলাম সুজন বলেন, অ্যাডভোকেট মাহবুব হোসেন ও মাহবুবব উদ্দিন খোকনের নেতৃত্বে একদল আইনজীবী বিচারকাজকে বাধাগ্রস্ত করছেন। তারা আদলত চত্বরের ভেতেরই সভা-সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এদের আইনের আওতায় আনতে হবে।
 
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।