জাতীয় সংসদ ভবন থেকে: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কোনরকম অনুমতি ছাড়াই রাজধানীতে গড়ে উঠেছে ৪৫০০টি ভবন। এসব ভবন মালিকরা রাজউকের নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করেছেন বলে সংসদে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অনুমোদনহীন এসব ভবনের মধ্যে ২০১৪ সালে ডিসেম্বর মাস পর্যন্ত ৭০টি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছে। অনুমোদনহীন ভবন অপসারণ রাজউকের একটি রুটিন ওয়ার্ক। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ভবনের বিরুদ্ধেও এ অভিযান চালানো হবে।
রহিম উল্লাহ’র অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজউকের বিভিন্ন প্রকল্পের আবেদনের প্রেক্ষিতে এমপিদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। যারা এখনো প্লট পাননি, তাদের জন্য একটি নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে এমপিদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে প্লট দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫