ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে জিহাদী বইসহ ৩ শিবির নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
সিরাজগঞ্জে জিহাদী বইসহ ৩ শিবির নেতা গ্রেফতার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জিহাদী বই ও চাঁদা আদায়ের রশিদসহ ৩ ছাত্রশিবির নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লার একটি মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটকরা হলো, শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, শিক্ষা সম্পাদক জহরুল ইসলাম ও স্কুল বিভাগ পশ্চিম শাখার পরিচালক কবিরুল ইসলাম (বাবুল আক্তার)।

সিরাজগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) বদিউজ্জামন বাংলানিউজকে জানান, দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাব এলাকা থেকে শিবির নেতা জহুরুলকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা।

পরে তার তথ্য মতে সয়াধানগড়া মধ্যপাড়ায় একটি মেসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই, সাংগঠনিক দলিলপত্র, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে শিবির নেতা আরিফুল ইসলাম ও কবিরুলকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।