হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত সভাপতি আমির হোসেনকে (৩০) বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে (২ ফেব্রুয়ারি) বানিয়াচং উপজেলা সদরের ছিলাপাঞ্জা এলাকায় একটি ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে শিবির ও ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করে।
এরই পরিপ্রেক্ষিতে ওই মামলার আসামি বানিয়াচং উপজেলা সদর শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি আমির হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুজ্জামান মনির বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫