ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হলের উত্তর পাশের মাঠে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জাবির সহকারী প্রক্টর নাজমুল হাসান তালুকদার এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বিকট শব্দ হয়েছে শুনেছি। তবে তা আসলেই ককটেল কিনা তা খতিয়ে দেখতে হচ্ছে।
এরআগে, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন বর্জন করার ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
সমাবর্তনের আগের রাতে জাবিতে এ ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সমাবর্তন বর্জন করার ঘোষণার সঙ্গে ককটেল বিস্ফোরণের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে আমরা কিছু জানিও না।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫
** জাবির পঞ্চম সমাবর্তনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ