ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সমাবর্তনের আগের রাতে জাবিতে ককটেল বিস্ফোরণ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
সমাবর্তনের আগের রাতে জাবিতে ককটেল বিস্ফোরণ

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হলের উত্তর পাশের মাঠে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণের পর স্থানীয় দোকানদার ও শিক্ষার্থীরা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা দেয়াল টপকে পালিয়ে যায়।

জাবির সহকারী প্রক্টর নাজমুল হাসান তালুকদার এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বিকট শব্দ হয়েছে শুনেছি। তবে তা আসলেই ককটেল কিনা তা খতিয়ে দেখতে হচ্ছে।

এরআগে, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন বর্জন করার ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

সমাবর্তনের আগের রাতে জাবিতে এ ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সমাবর্তন বর্জন করার ঘোষণার সঙ্গে ককটেল বিস্ফোরণের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে আমরা কিছু জানিও না।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

** জাবির পঞ্চম সমাবর্তনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।