নারায়ণগঞ্জ: অসামাজিক কার্যকলাপের দায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ববিতা, চম্পা ও নূপুর ওরফে শাবনূর নামে তিন যৌনকর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে এ ঘটনায় অভিযাক্ত শাহ আলমকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এসব দণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে অসামাজিক কার্যকলাপ বন্ধে নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।
বর্তমানে এসব হোটেলে অনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকলেও দালালদের মাধ্যমে আশপাশের বিভিন্ন বাসা-বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছে।
এরই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে ফতুল্লার কুতুবপুর মাহামুদপুর এলাকায় একটি বাড়িতে তিন যৌনকর্মীকে আটক করে স্থানীয় জনতা।
এ সময় যৌনকর্মীদের দালাল রশিদ মিয়ার ছেলে শাহ আলমকেও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও গাউছুল আজম বাংলানিউজকে জানান, অসামাজিক কার্যকলাপের দায়ে তিন যৌনকর্মীকে চারহাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে সহায়তার জন্য শাহ আলমকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫