ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাঘাটায় সহোদরকে কুপিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
সাঘাটায় সহোদরকে কুপিয়ে আহত

গাইবান্ধা: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাইবান্ধার সাঘাটায় নজরুল ইসলাম (৪৯) ও নুরুজ্জামান মিয়া (৪৮) নামে সহোদরকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।  
 
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের আগ কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 
 
স্থানীয়রা জানান, আগ কচুয়া গ্রামের সহোদর নজরুল ও নুরুজ্জামানের সঙ্গে প্রতিবেশি রইচ মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।  
 
বুধবার দুপুরে রইচ মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে নজরুল ও নুরুজ্জামান বাধা দেন। এ সময় তারা নজরুল ও নুরুজ্জামানকে কুপিয়ে আহত করেন।  
 
আহতদের মধ্যে নজরুল ইসলামকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নুরুজ্জামানকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।