মানিকগঞ্জ ঘুরে: ‘আজ মহাখুশি হইছিরে বাপজান!’ এ কথাগুলো বললেন, মানিকগঞ্জের মৃত মজনু মিয়ার স্ত্রী আমেনা বেওয়া।
সাভার সেন্ট্রাল হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে এমনভাবেই তার অনুভূতি জানালেন তিনি।
‘মুনাফা নয়, সেবাই মূল লক্ষ্য’- এ শিরোনাম সামনে রেখে সাভার সেন্ট্রাল হাসপাতালের উদ্যোগে মানিকগঞ্জের দৌলতপুরে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।
বুধবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত দৌলতপুর উপজেলার ৪১ নম্বর মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প করে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ সময় স্কুলের ১৭ জন ‘ক্ষুদে ডাক্তার’-দের বিনামূল্যে অ্যাপ্রোন দেওয়া হয়। এরা বিভিন্ন সময় স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমে শিক্ষকদের সাহায্য করে থাকে।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া উপলক্ষে সারাদিনই ছিল মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোগীদের ভিড়।
সারাদিনই হাসপাতালের পক্ষ থেকে রোগীদের সেবায় সাতজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক নিয়োজিত ছিলেন। তারা সব বয়সী অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ সবমিলিয়ে প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন। এ সব রোগীর প্রত্যেককেই প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়েছে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে মহাখুশি এ অঞ্চলের অসহায় মানুষ। এদের অধিকাংশই কৃষক পরিবারের সদস্য।
বুধবার রোগীদের সেবায় বিনামূল্যে প্রায় এক লাখ টাকার ওষুধ বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে এলাকার রহিমুদ্দিনের বৃদ্ধা স্ত্রী কুলসুম আরা বাংলানিউজকে বলেন, আরে! বাপজান, আমাগো দেখার মতো কেউ নাই। আজ টাকা ছাড়া ডাক্তার দেখাইয়া খুশি হইছি। আবার ওষুধও টাকা ছাড়া দিছে।
৭০ বছরের বদ্ধা জয়নাল বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে বাংলানিউজকে বলেন, আমার বয়স সত্তরের ওপরে। কাজ-কাম করবার পারি না। এই জন্য টাকা দিয়া শরীরডার চিকিৎসা করতে পারিনা। আজ টাকা ছাড়া চিকিৎসা পাইয়া একটু আরাম পাইলাম। চিকিৎসা কইরা আবার টাকা ছাড়া ওষুধও দিলো।
হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আব্দুর রউফ মাস্টার বাংলানিউজকে জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবসাকে প্রাধান্য না দিয়ে সেবাকেই প্রাধান্য দেওয়া হয়। আমরা বিনামূল্যে চিকিৎসা করতে পারি।
সাভার সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু তাহের মিয়া বাংলানিউজকে বলেন, নিশ্চয়ই আমাদের প্রতিষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী চিকিৎসা প্রতিষ্ঠান। আমরা পর্যায়ক্রমে দেশের গরিব ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেবো, এটাই আমাদের লক্ষ্য।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫