ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় যুবকের গালের মাংস ছিঁড়ে নেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
ফতুল্লায় যুবকের গালের মাংস ছিঁড়ে নেওয়ার অভিযোগ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবকের গালে কামড় বসিয়ে মাংস ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে শহরের ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার পূর্ব শেহারচর লালখাঁ এলাকায় আলমগীর হোসেনের বাড়িতে ওই ঘটনা ঘটে।

এ ব্যাপারে বাড়ির গৃহকর্তা ও আহত যুবকের ভগ্নিপতি আলমগীর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পাশের বাড়ির মৃত আফসার উদ্দিনের ছেলে আশোক আলী ও কদু মিয়া বুধবার সকালে আলমগীরের বাড়ির ছাদে উঠে সেখানে থাকা তার শ্যালক সাইফুল ইসলামকে মারধর করে।

তিনি বলেন, এক পর্যায়ে আশোক আলী তার ডান গালে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নেয়। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।