ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৭ ট্রাক নকল বই ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
বগুড়ায় ৭ ট্রাক নকল বই ধ্বংস

বগুড়া: বগুড়ার আটাপাড়া (উত্তরপাড়া) এলাকায় লেকচার পাবলিকেশন্স প্রকাশনীর লোগো ব্যবহৃত ৬ষ্ঠ শ্রেণির ৭ ট্রাক নকল গাইড বই ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিবার্হী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমির নির্দেশে শহরের মাটিডালী এলাকার একটি মাঠে বইগুলো ধ্বংস করা হয়।



ভ্রাম্যমাণ আদালতের পেশকার আব্দুল জলিল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শহরের আটাপাড়া (উত্তরপাড়া) এলাকার সেকেন্দারের ভাড়াটিয়ার ঘরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লেকচার পাবলিকেশন্স প্রকাশনীর লোগো ব্যবহৃত ষষ্ঠ শ্রেণির ৭ ট্রাক বই উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় লঘু অপরাধের দায়ে বাড়ির মালিক সেকেন্দারের বিরুদ্ধে সতর্কতামূলক ৫০০ টাকা জরিমানাদেশ দেন বিচারক। পরে বইগুলোর উপযুক্ত মালিককে উপস্থিত না পেয়ে বইগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।  

এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ডিইও) গোপাল চন্দ্র ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) আব্দুস সালাম, লেকচার নিউটন পাবলিকেশন্স প্রকাশনীর পরিচালক (প্রসাশন) মশিউর রহমান নিপুসহ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।