গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ৭৪ হাজার ৯শ মার্কিন ও কানাডিয়ান ডলারসহ ৩ অর্থ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, রাজবাড়ী জেলার বালিয়াকান্দা উপজেলার ধুপপাড়া গ্রামের হান্নান মণ্ডলের ছেলে জাহিদ মণ্ডল (২৪), একই গ্রামের মান্নান মণ্ডলের ছেলে জহির মণ্ডল (২২) ও একই উপজেলা চান্দিয়ারা গ্রামের সরোয়ার মণ্ডলের ছেলে সম্রাট মণ্ডল (২০)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে ওই ৩ যুবক কালনা ঘাটে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল দেখে সেখানে দায়িত্বরত পুলিশের সন্দেহ হয়। প্রথমে জাহিদের দেহ তল্লাশি করে ২০ হাজার কানাডিয়ান ডলার ও পরে অপর দু’জনের দেহ তল্লাশি করে আরো ৫৪ হাজার ৯’শ মার্কিন ডলার পাওয়া যায়।
উদ্ধার হওয়া ডলারের বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৫৪ লাখ। এরা সবাই বেনাপোল বর্ডার এলাকা থেকে ঢাকায় যাচ্ছিল বলে জানান ওসি।
আটক হওয়াদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫