ঢাকা: প্রকৃতিকে উপজীব্য করে পেশাদার ও শৌখিন ১০ ফটোগ্রাফারের তোলা আলোকচিত্র প্রদশর্নী শুক্রবার শুরু হবে। ৩দিন ব্যাপী এ প্রদর্শনী চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ফটোক্লাবের আয়োজনে এ প্রদর্শনীতে ৪০টি ছবি স্থান পাবে বলে আয়োজকরা জানিয়েছেন।
শুক্রবার(৬ ফেব্রুয়ারি’ ২০১৫) ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে(বাড়ি-৬০, রোড-৭/এ) বিকেল ৫টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডকুমেন্টারি আলোকচিত্রী আবীর আব্দুল্লাহ।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্রীরা হলেন- আরআরটি শিথিল, আরেফীন আহমেদ, নিয়াজ আহমেদ, সাগর খান, নাঈমা চৌধুরী, তন্ময় বড়াল, এসএম সাজ্জাদ হোসেন, এসএম আসিফ ইমরান, শামীম আনোয়ার সাদাত, সৈয়দ আকরামুল হাসান।
শৌখিন আলোকচিত্রী আরআরটি শিথিল বাংলানিউজকে বলেন, আমরা ছবি তুলছি নেশা থেকে। ভাল কিছু উপহার দেয়ার জন্য কাজ করে চলছি। আরও ৯জনের সঙ্গে এবারের প্রদর্শনীতে আমার ছবিও স্থান পেয়েছে এটি ভাল লাগছে। প্রকৃতিকে নিয়ে তোলা আমাদের ছবি বিশ্বাস করি সবারই ভাল লাগবে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫