ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীর সাংবাদিকদের পিআইবিতে বুনিয়াদি প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
রাজবাড়ীর সাংবাদিকদের পিআইবিতে বুনিয়াদি প্রশিক্ষণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত রাজবাড়ী জেলার সাংবাদিকদের ৩দিনের (১-৩ ফেব্রুয়ারি) বুনিয়াদি প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)।
 
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পিআইবি কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম মাহবুবুল আলম, চলচ্চিত্র, প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ।


 
মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিআইবি’র পরিচালক আনোয়ারা বেগম ও প্রশিক্ষনার্থী আমিরুল ইসলাম লিন্টু।

প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) সাইফুল্লাহিল আজম, পিআইবির সহযোগী সম্পাদক ড. মোহাম্মদ হান্নান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ওসাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, এআইইউবির ফারজানা আফরোজ, আনন্দ বাজার পত্রিকার সাংবাদিক ময়না সেন।
 
পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর সমাপনী বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সব সাংবাদিকরে জন্য প্রযুক্তি জ্ঞান অত্যন্ত জরুরি। প্রযুক্তি ব্যবহারে দক্ষ না হলে এখন সাংবাদিকতায় টিকে থাকা কঠিন।
 
তিনদিনের এ প্রশিক্ষণে রাজবাড়ী জেলার গোয়ালন্দ, বালিয়াকান্দি, পাংশা, কালুখালী ও সদর, উপজেলার ৩৩জন সাংবাদিক অংশ নেন।  

প্রশিক্ষণে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান এবং রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকন্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন।
 
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।